Friday, February 17, 2017

গর্ভধারণ খুব সহজ বিষয় নয়। একটি শিশুকে পৃথিবীতে নিয়ে আসার জন্য মায়ের এক যাত্রা। গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পর্যন্ত নারী শরীরে বিভিন্ন পরিবর্তন হয়। কিছু পরিবর্তন খুব মজার ও অদ্ভুত। গর্ভাবস্থার এমন কিছু মজার তথ্য জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. গর্ভাবস্থার সময় ইউট্রাসের আকার আসল আকারের চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি হয়।
২. একজন গর্ভবতী নারী খাবার খেলে গর্ভের শিশু প্রথমে প্রয়োজনীয় পুষ্টিগুলো শোষণ করে। এতে অনেক সময় মায়ের পুষ্টির ঘাটতি হয়। যেমন অনেক সময় গর্ভাবস্থায় মায়ের আয়রনের ঘাটতি হয়।
৩. কিছু গবেষণায় বলা হয়, শিশুরা গর্ভে থাকা অবস্থাতেও প্রস্রাব করে।
৪. গর্ভাবস্থায় মায়ের ওজন ১০ থেকে ১৫ কেজি বেড়ে যায়। এর মধ্যে ৩৬ ভাগ ওজন শিশুর।
৫. উচ্চ পরিমাণ হরমোনের নিঃসরণ ত্বক শুষ্ক করে ফেলে। এতে স্ট্রেচ মার্ক পড়ে। এমন হলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।  
৬. গর্ভাবস্থা স্তনের আকারের পরিবর্তন আসতে পারে।

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Contact us

Name

Email *

Message *

Followers

Featured Posts

Social Icons

Pages

Facebook

Video

সর্বাধিক পঠিত

Our Facebook Page

Text Widget